দক্ষিণ কলকাতার ব্যস্ত রাস্তার ধারের এটিএমের পাশে বসে রয়েছে বছর চল্লিশের এক ব্যক্তি৷ পরণে নিতান্তই সাদামাটা পোশাক। একনজরে দেখলে মনে হবে একজন নিরাপত্তারক্ষী। তবে একটু খেয়াল করলেই ভুল ভাঙবে। দোহারা চেহারার মানুষটি আর কেউ নন, স্বয়ং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
পরিশালক ইন্দ্রনীল রায়চৌধুরীর নতুন ছবি মায়ার জঞ্জাল মুক্তি পেতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। ছবিতে একজন নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক। চরিত্রের নাম চন্দন সেন। সেই ছবির প্রচারেই এটিএমের নিরাপত্তারক্ষীর নীল পোশাক পরে দীর্ঘক্ষণ বসে থাকলেন রাস্তায়। মাথায় কালো টুপি। ঠিক যেমনটা পরেন সিকিউরিটি গার্ডরা।
অনেকে চিনতেই পারলেন৷ না ঋত্বিককে। তবে চিনেও ফেললেন অনেকে। তাঁরা সেলফি তুললেন অভিনেতার সঙ্গে।