বাবলির পর, মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Charkaborty)। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। বাবা-ছেলের চরিত্রে মিঠুন এবং ঋত্বিক। মিঠুনের সঙ্গে দেবের এই রসায়ন দেখা গিয়েছিল দেবের, ছবির নাম ‘প্রজাপতি’। এবার ঋত্বিক মিঠুনকে দেখা যাবে এক ছবিতে। ঋত্বিক শেয়ার করলেন ছবির বিহাইন্ড দ্য সিন।
ছবি শেয়ার করে ঋত্বিক লিখেছেন , ‘গল্পে- গল্পে আর একটা দিন পার করে দে, সঙ্গে থাকুক জঠর কিম্বা মাথার খিদে!’ ছবিতে মুখোমুখি দুই চক্রবর্তী - মিঠুন এবং ঋত্বিক। ঋত্বিক এও লিখেছেন ‘এ এক আশ্চর্য অভিজ্ঞতা’
Partha Sarathi Deb: প্রায় এক মাসের বেশি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা, কেমন আছেন পার্থসারথি দেব?
উল্লেখ্য , ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। রাজ বহুদিন পর কাজ করছেন এসভিএফের সঙ্গে৷ শ্রীকান্ত মোহতার সংস্থার সঙ্গে তাঁর শেষ কাজ ছিল 'বলো দুগ্গা মাঈ কি।"