আদ্যন্ত বিনোদন জগতের ব্যক্তিত্ব হয়েও প্রায়শই তিনি নানা রাজনইতিক বিশয়- নিয়ে মুখ খুলে থাকেন, বলছি অভিনেতা ঋত্ত্বিক চক্রবর্তীর কথা। অভিনেতা এবার সোচ্চার হয়েছেন দিল্লিতে প্রতিবাদরত কুস্তিগিরদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে।
ফেসবুকে একটি পোস্ট করেছেন ঋত্ত্বিক। ঘটনার উল্লেখ না থাকলেও পোস্টের বিষয় থেকে স্পষ্ট তা দিল্লির কুস্তিগিরদের বিক্ষোভে পুলিশি অত্যাচার নিয়েই।
অনেকেই বলছেন, সেই পোস্টের পরেই অভিনেতার দিকে ধেয়ে আসতে পারে 'দেশদ্রোহী' তকমা।
রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই সংসদ অভিযানের ডাক দেন কুস্তিগীররা। সেই কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হল ধুন্দুমার৷ রাজপথ থেকে টেনে হিঁচড়ে আটক করা হয় সাক্ষী মালিক-ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।