নিমেষে পেরিয়ে গেল একটা দশক, ১১ বছর ধরে ঋতুহারা বাংলা। ৩০ মে, ২০১৩-এর সকালটা মুহূর্তে ঋক্ত করে দিয়েছিল বাংলা তথা গোটা দেশের বিনোদন জগতকে। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক (Film Director) ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) আজ মৃত্যুদিন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক- হওয়ার পর ঋতুপর্ণ কর্মজীবন শুরু করেন একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে।
১৯৯২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'হীরের আংটি' (Heerer Angti)।দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল' (Unishey April) মুক্তি পায় ১৯৯৪ সালে। তাঁর পরিচালিত ছবির মধ্যে দহন (Dahan), উৎসব (Utsab), তিতলি (Titli), চোখের বালি (Chokher Bali), রেইনকোট (Raincoat), দ্য লাস্ট লিয়ার (The Last Lear), খেলা উল্লেখযোগ্য।
দু'দশকের কর্মজীবনে তিনি বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন।