তাঁরা সময়ের থেকে এগিয়ে থাকা, বলছি বাংলা ছবির দুই কিংবদন্তি পরিচালক মৃণাল সেন এবং ঋত্ত্বিক ঘটকের কথা। তাঁদের দুজনের মধ্যে যেমন যোগাযোগ ছিল, তেমনই সখ্য ছিল দুই পরিচালকের সহধর্মিনীদের মধ্যেও। নিয়মিত চিঠি চালাচালিও চলত দু'জনের। গীতা সেনের পুরনো ব্যাগ ঘেঁটে তেমনই এক চিঠি পেলেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাগ করে নিয়েছেন তিনি।
WB JEE 2023 Result: রাজ্য জয়েন্টের প্রথম তিনে সাহিল আখতার, সোহম দাস, সারা মুখোপাধ্যায়
চিঠিতে সাল উল্লেখ না থাকলেও বোঝা যায় মৃণাল সেনের জন্মদিনেই গীতা সেনকে সে চিঠি লিখেছেন সুরমা। বাংলা ছবির ইতিহাসে মৃণাল সেন এবং ঋত্ত্বিক ঘটকের অবদান নিয়েও বেশ কিছু কথা রয়েছে তাতে। রয়েছে ঋত্ত্বিকের মৃত্যুর প্রসঙ্গ, তার পরবর্তী সময়ে মৃণাল সেনদের ঘটক পরিবারের পাশে দাঁড়ানোর কথাও।