কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে 'ফাটাফাটি', এরই মধ্যে নতুন ছবির অফার পেয়ে গিয়েছেন ঋতাভরী। এবার অভিনেত্রীকে দেখা যাবে সাইকোলজিক্যাল ড্রামায়, পরিচালক মৈনাক ভৌমিক।
মৈনাকের বাকি ছবিগুলোর থেকে নাকি এটা অনেকটাই আলাদা, নারী প্রধান সাইকোলজিক্যাল ড্রামা, মূল চরিত্রেই থাকবেন ঋতাভরী, এছাড়া নানা চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথন, সাহেব ভট্টাচার্যদের।
ফাটাফাটি ছবিতে অভিনয়ের জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী।