ফুটফটে মেয়েটা পৃথিবীর আলো দেখেনি , অথচ জন্মের আগেই শুরু হয়ে গিয়েছে তার আর তাঁর মায়ের লড়াই। ১৫ অক্টোবর আড্ডা টাইমসে আসছে নতুন ওয়েবসিরিজ 'নন্দিনী', সায়ন্তনী পুততুণ্ড উপন্যাস অবলম্বনে তৈরি সিরিজে প্রোটাগনিস্টের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। এবার প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার। ভয়, রোমাঞ্চে ভরা ট্রেলারে দেখা যাচ্ছে ঋতাভরী ওরফে স্নিগ্ধার সঙ্গে কথা বলে তাঁর Unborn Child, তাঁকে ফোন করে নন্দিনী। কাতর কণ্ঠে জানায়।, ‘মা আমাকে বাঁচাও, ওরা আমায় মেরে ফেলতে চায়’ , সেই কন্যাকে বাঁচাতেই চলবে স্নিগ্ধার লড়াই।
Mitin Masi Trailer: 'সারণ্ডার জঙ্গলে দুটো হাতি মারা হয়েছে', চোরা শিকারিদের যম মিতিন, প্রকাশ্যে ট্রেলার
কন্যা ভ্রুণ হত্যার বিরুদ্ধে এক সামাজিক বার্তা দেবে এই সিরিজ। এর আগেও ঋতাভরী অভিনীত একাধিক ছবিতে উঠে এসেছে সমাজের একাধিক অন্ধকার নানা দিক, নানা সংস্কার নিয়ে খোলামেলা চলোচনা, প্রতিবাদ।