Ritabhari Chakraborty : 'আমি প্রেগন্যান্ট', ঋতাভরীর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Updated : Sep 22, 2023 00:34
|
Editorji News Desk

মা হতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty )। কী হল,খবরটা শুনে চমকে গেলেন ?  বৃহস্পতিবার সন্ধেবেলায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঋতাভরীর আচমকা এই পোস্ট দেখে আপনার মতো আরও অনেকের হাল এখন এরকমই । শুধু তাই নয়, পোস্টে স্বামীর কথা উল্লেখ করেছেন নায়িকা । কিন্তু, প্রশ্ন হচ্ছে বিয়ে কবে হল ঋতাভরীর ? অভিনেত্রীর পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া ।

কী পোস্ট করেছেন ঋতাভরী ?

ঋতাভরীর (Ritabhari Chakraborty) পোস্টে লেখা, 'আমি অন্তঃসত্ত্বা, এই খবরটা সকলের সঙ্গে শেয়ার করতে পেরে আমি ও আমার স্বামী ভীষণ খুশি । আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই ।'ব্যস এইটুকু পোস্টেই অনুরাগীদের একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছেন অভিনেত্রী । তাঁর পোস্টের কমেন্টে বক্সে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন । তবে, অনেকের মতে, এটা কোনও প্র্যাঙ্ক । কিংবা ঋতাভরীর পরবর্তী কোনও প্রজেক্টের অংশ হতে পারে এই পোস্ট । অনেকে আবার প্রশ্ন করেছেন, 'বিয়ে কবে হল', কেউ লিখেছেন, 'এটা কীভাবে সম্ভব' ইত্যাদি । কিন্তু, ঋতাভরী একপ্রকার মুখে কুলুপ এঁটেছেন বলা যেতে পারে । 

এদিকে, কয়েক মাস আগেই প্রেমিক তথাগত-র সঙ্গে ঋতাভরীর ব্রেক-আপের গুঞ্জন ছড়ায় । তারই মধ্যে এই পোস্ট, জল্পনা আরও বাড়াচ্ছে । নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন নায়িকা ? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা ।

আরও পড়ুন, Mimi Chakraborty: দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতাই, সংরক্ষণ বিল পাশের পরেই মনে করালেন মিম
 

উল্লেখ্য, সিনেমার পর ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে । সায়ন্তনী পূততুণ্ডুর ‘নন্দিনী’ উপন্যাসের অবলম্বনে তৈরি হবে এই সিরিজ। এখানে প্রেগন্যান্ট দেখানো হবে ঋতাভরী-কে ।  তাহলে কি ঋতাভরীর প্রেগন্যান্ট পোস্ট 'নন্দিনী' ওয়েব সিরিজেরই অংশ নয় তো ? 

জানা গিয়েছে, নন্দিনী আসলে কন্যা ভ্রুণ হত্যা নিয়েই তৈরি । এখনও গ্রাম থেকে শহর, শিক্ষিত পরিবার সর্বত্রই এধরনের ঘটনা ঘটে। সমাজকে তার বিরুদ্ধে বার্তা দেওয়ার জন্য এই কাজ বেছে নিয়েছেন বলে জানিয়েছিলেন ঋতাভরী । তাঁর বিপরীতে অভিনয় করবেন কিঞ্জল নন্দ । এছাড়া রয়েছেন, সুহোত্র মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার, শ্বেতা ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায় ।

ritabhari chakraborty

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ