ঋতাভরী চক্রবর্তী, কলকাতা টু মুম্বই এখন তাঁর অবাধ যাতায়াত। সেই ১৫ বছর থেকে অভিনয়ের শুরু তাঁর। তারপর অজস্র ওঠাপড়া পেরিয়ে আজ তিনি প্রতিষ্ঠিত। ৮ থেকে ৮০-এর ঘুম উড়েছে তাঁর আদায়, সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন ফলোয়ার্স, এছাড়াও দারুণ মনের মানুষ অভিনেত্রী। অনেকদিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল, মুম্বইয়ের এক সংলাপ লেখককে নাকি মন দিয়েছেন ঋতাভরী।
সমস্ত জল্পনাকে সত্যি করে, ডি-ডের নাকি খুব বেশিদিন দেরিও নেই। বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই। গত বছর দীপাবলির সময় নিজেদের প্রেমের খবরে সিলমোহর দিয়েছিলেন খোদ অভিনেত্রী। এরপরেই, শুভস্য শীঘ্রম। শোনা যাচ্ছে চলতি বছরেই চার হাত এক হতে পারে সুমিত এবং ঋতাভরীর।
সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বর মাসে তাইল্যান্ডে ঋতাভরী সুমিতের ডেস্টিনেশন ওয়েডিং-এর প্ল্যান চলছে পুরোদমে। পাঞ্জাবি এবং বাঙালি দুইমতেই বিয়ে হবে। ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠান সেরে, গ্র্যান্ড পার্টি দেওয়ার পরিকল্পনা রয়েছে এই জুটির।
এই মুহূর্তে ডি-ডের প্রিপারেশনেই ব্যস্ত অভিনেত্রী। তা কার সঙ্গে সাতপাক ঘুরছেন কলকাতার এই বং বিউটি, জানেন? সুমিত অরোরা বলিউডের একজন জনপ্রিয় সংলাপ লেখক। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ থেকে শুরু করে সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের সংলাপ লিখেছেন ঋতাভরীর উড বি। তাঁদের মিষ্টি প্রেমের রসায়নের আঁচ মাঝেমধ্যেই মেলে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, এর আগে ডা. তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর প্রেম ছিল বেশ চর্চিত, এবং তাতে কোনও রাখঢাক ছিল না। তথাগত একেবারে ইন্ডাস্ট্রির বাইরের মানুষ । শহরের হাসপাতালের বিশিষ্ট মনোবিদ তিনি । ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিক উদ্বোধন । ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম । প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই । তারপর মন দেওয়া নেওয়া হয়। তবে সেই বিচ্ছেদের পরেও সোচ্চারে সে কথা জানিয়েছিলেন ঋতাভরী। তথাগতর হয়ে ট্রোলিং-এর বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন ঋতাভরী।