বিয়েটা কি সেরেই ফেললেন অভিনেত্রী রিমঝিম মিত্র (Rimjhim Maitra)। শুধু তাই নয়, একেবারে মাথা ভরা সিঁদুর পরে কনের সাজে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। রিমঝিমের বিয়ের কথা কাক-পক্ষীতেও টের পায়নি৷ পরনে তাঁর লা বেনারসি, মাথায় জুঁই ফুল, গা ভরা সোনার গয়না, নাকে নথ৷ রিমঝিমের দিক থেকে কার্যত চোখ ফেরানো দায়। ছবি পোস্ট করে রিমঝিম লিখেছেন, 'নতুন জীবন শুরুর কথা'।
সক্কাল সক্কাল তাঁর পোস্ট দেখে রীতিমতো আকাশ থেকে পড়ার জোগাড় সকলের৷ শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁর মন্তব্য বাক্স লাজবন্তী রায়, র্যাচেল হোয়াইট, রানা সরকার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই বিভ্রান্ত। কারও কারও আবার অভিযোগ 'নেমন্তন্ন করলি না'। তবে আজ পয়লা এপ্রিলে অভিনেত্রী নিছকই বোকা বানানোর জন্য এই ছবি পোস্ট করেছেন কী না, তা নিয়েও উঠছে প্রশ্ন। কিন্তু রিমঝিম মুখে কুলুপ এঁটেছেন।