গত সেপ্টেম্বরেই কোল আলো করে এসেছে ধীর৷ মা বাবা হয়েছেন টলিউডের দুষ্টুমিষ্টি কাপল গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। বেড়াতে ভালোবাসেন দুজনেই৷ তাই একরত্তিকে সঙ্গে নিয়ে ঘুরে এসেছেন দার্জিলিং। মা হওয়ার পর আজ প্রথম জন্মদিন ঋদ্ধিমার৷ কিন্তু গৌরবই যে আজ শহরে নেই! প্রিয়তমার থেকে অনেক দূরে তিনি৷ জন্মদিনে স্ত্রীয়ের পাশে থাকতে না পারার যন্ত্রণা ফুটে উঠল তাঁর ফেসবুক পোস্টে।
গৌরব লিখেছেন, 'অসাধারণ এক নারীর আজ জন্মদিন। আমি ভাগ্যবান সে আমার স্ত্রী। যদিও তার জন্মদিনে আজ আমি কয়েকশো মাইল দূরে। তোমাকে আর ধীরকে খুব মিস করছি। খুব তাড়াতাড়ি একসঙ্গে সেলিব্রেট করার জন্য মুখিয়ে রয়েছি। ফিরে এসে সেলিব্রেশনটা পুষিয়ে নিতে হবে। শুভ জন্মদিন, ঋদ্ধিমা। '
চোখের পলকে ভালোবাসার সুহানা সফরের ১৪টি বসন্ত পার করে ফেলেছেন গৌরব-ঋদ্ধিমা। প্রেমের শুরু ২০১০ সালে। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছিলেন ২০১৭ সালে। বিয়ের ৬ বছর পর কোল আলো করে এসেছে ধীর।