টলিউডের অন্যতম চর্চিত কাপল গৌরব-ঋদ্ধিমা। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। সদ্য বাবা মা হয়েই আবারও ভ্যাকেশন মোডে তাঁরা, এবার অবশ্য মিয়াঁ বিবির সঙ্গে দু মাসের একরত্তিও আছে।
সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিমা একটি ছবি শেয়ার করেছেন। ছোট্ট ধীরকে কোলে নিয়ে প্লেনের জানলার পাশে বসে আছেন তিনি।
সেপ্টেম্বরেই বাবা-মা হয়েছেন গৌরব-ঋদ্ধিমা। ছেলে ধীরের বয়স মাস দুয়েক হতে না হতেই বেরিয়ে পড়লেন সকলে মিলে। ২০১৭ সালে চারহাত এক হয়েছিল গৌরব ঋদ্ধিমার, তারপর থেকেই দেশে বিদেশে ঘুরে বেড়ানোই ছিল দুজনের নেশা।