‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়ে, ঋদ্ধি এবং সুরঙ্গনা ‘প্রেমের পদ্য’ লিখলেন নিউ ইউর্কের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারের সামনে| সেই ছবি ফ্রেমবন্দি করে দিলেন তাঁদেরই বাল্যবন্ধু রাজর্ষি|
প্রতিবছরের মতো এবছর, ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স আয়োজিত হয়েছিল শিকাগোতে| এই সম্মেলনে গিয়েছিলেন কৌশিক সেন, রেশমি সেনও| সম্মেলনে, হ্যামলেট চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন ঋদ্ধি |
Single Father: 'কার পেটে ছিলাম আমরা?', করণকে প্রশ্ন করেই যাচ্ছে যশ-রুহি
এরপর মার্কিন সফরে বেরিয়েছিলেন ‘ওপেন টি বায়োস্কোপ’-এর তিন মূর্তি | এই সমস্ত ছবি শেয়ার করে, লম্বা একটি ক্যাপশন লিখেছেন ঋদ্ধি | নস্টালজিয়ায় মাখানো মার্কিন মুলুকের রাস্তায় ঋদ্ধি ও সুরঙ্গনার লিপলক ভাইরাল |