RG Kar Update: 'সরকারি পুরস্কার ফেরাবে তো'? আরজি কর কাণ্ডে পুরস্কার ফেরাচ্ছেন বাংলার দুই শিল্পী

Updated : Sep 03, 2024 16:12
|
Editorji News Desk

আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তোলা তারকারা সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন তো? প্রশ্ন ছুঁড়ে তুমুল জনরোষের মুখে পড়েন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। একদিনের মাথায় ক্ষমাভিক্ষাও করেন। মঙ্গলবার সকালেই বাংলার দুই নাট্য ব্যক্তিত্বের সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার খবর সামনে এল। 

রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেন। দীনবন্ধু মিত্র সম্মান ফেরাচ্ছেন চন্দন সেন। 'দায় আমাদেরও' নাটকের জন্য সেরা নির্দেশকের পুরস্কার ফেরাচ্ছেন অভিনেতা নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমিকে দেওয়া এক চিঠিতে বিপ্লব বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, আরজি করের ঘটনায় সত্যিকে আড়াল করার প্রশাসনিক প্রয়াসের বিরোধিতা করেই তাঁর এই সিদ্ধান্ত। চিঠিতে আরও উল্লেখ করা হয়, পুরস্কার দিয়ে সরকার প্রশ্নহীন আনুগত্য চেয়েছে। পুরস্কারমূল্য বাবদ পাওয়া ত্রিশ হাজার টাকাও ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে চিঠিতে। 

কাঞ্চন মল্লিকের রবিবারের মন্ত্যবের জেরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়, বাংলা বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব সরাসরি কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান, দীর্ঘদিনের বন্ধুকে তিনি 'ত্যাগ' করলেন। অভিনেতা সুজন মুখোপাধ্যায় ফেসবুকে ঘোষণা করেন, তাঁর এবং কাঞ্চন অভিনীত নাটক আর কখনও মঞ্চস্থ হবে না। 

সোমবার রাতে ফেসবুক পোস্টে 'খমাভিক্ষা' করলেন অভিনেতা-বিধায়ক। ৬ মিনিটের ভিডিয়োয় কাঞ্চন বলেন, ডাক্তারদের আন্দোলন ২০০০ শতাংশ ন্যায়সঙ্গত। আরজিকর হাসপাতালে ডিউটিরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের দাবি জানিয়ে তাঁর মন্তব্যের জন্য নিশর্ত ক্ষমা চাইলেন কাঞ্চন। 

আরজি করের ঘটনায় সোমবার রাতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু নির্যাতিতার বিচার নয়া পাওয়া পর্যন্ত প্রতিবাদ, আন্দোলন জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ, বিনোদন জগতের প্রতিবাদী মুখেরা। 

Kanchan Mullick

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ