আল্লু অর্জুন (Allu Arjun) রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) ছবি 'পুষ্পা' মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তুলেছিল ঝড়। প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছিল ছবিটি। তখন থেকেই দর্শকদের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে 'পুষ্পা' ২ এর জন্য। আল্লুর স্ত্রী শ্রীভল্লীর ভূমিকায় রশ্মিকা। এবার প্রকাশ্যে, এল ‘পুষ্পা ২’তে রশ্মিকার ফার্স্ট লুক।
Ranveer-Deepika: দুই থেকে তিন হবেন রণদীপ! পিতৃত্বকালীন ছুটিতে গেলেন রণবীর, ঝুলে গেল কোন কোন ছবি?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ‘পুষ্পা ২’ এর শ্যুটিং এর ছবি। লাল শাড়িতে, মাথায় এক গোছা ফুল দিয়ে সেজেছেন রশ্মিকা। একটিবার হাসতেও দেখা গিয়েছে তাঁকে, আর তাতেই কার্যত ঘুম উড়েছে দর্শকদের।