লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত সম্মানিত ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে র্যাপ বিভাগে তিনটি পুরস্কার পেয়েছেন র্যাপ শিল্পী কিলার মাইক। এত বড় প্রাপ্তির উদযাপন করার সুযোগটুকুও পেলেন না গায়ক, তার আগেই তাঁকে হাত কড়া পরিয়ে তুলে নিয়ে গেল লস লস অ্যাঞ্জেলেস পুলিশ।
Jharkhand Floor Test : ঝাড়খণ্ডে আজ আস্থা ভোট, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারবেন চম্পাই সোরেনরা ?
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কোন অপরাধে বা কী কারণে কিলার ওরফে মাইকেল সান্তিয়াগো রেন্ডারকে (পেশার কারণে নাম পরিবর্তন) আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই স্পষ্ট নয়। মাঝেমধ্যেই পুলিশি অত্যাচার এবং বর্ণবিদ্বষের বিরুদ্ধে গানের মাধ্যমে সোচ্চার হতেন কিলার মাইক। যদিও, জানা যাচ্ছে অনুষ্ঠানের সঙ্গে তাঁর আটকের কোনও সম্পর্ক নেই।