অনন্ত আম্বানির বিয়ে যেন চাঁদের হাট। যার একাধিক টুকরো টুকরো মুহূর্ত ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। এই রাজকীয় বিয়েতে আমন্ত্রিত ছিলেন ফিফা প্রেসিডেন্টও। এদিন তাঁকেও নাচতে দেখা গেল এপি ধিলনের গানে। আর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সঙ্গ দিতে দেখা গেল বলি তারকা রণবীর সিংকে।
ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে ফিফা প্রেসিডেন্টকে জাপটে ধরে এক মঞ্চে নাচ করছেন রনবীর সিং। আর ফিফা প্রেসিডেন্টও তাল মেলাচ্ছেন তাঁর সঙ্গে। কখনও আবার দুজনেই দু'জনার কাঁধ ধরে তাল মেলাচ্ছেন ধিলনের সঙ্গে। আবার দু'জনকেই প্রপ হিসেবে কুঠার হাতে ডান্স করতে দেখা গিয়েছে। যে ভিডিয়ো দেখে অবাক হয়েছেন সকলেই। এমনকি নেটিজেনদের মতে,এমন দৃশ্য কখনই কল্পনাও করা যেত না, যদি অম্বানিদের বিয়েতে এত তারকা এক ছাদের তলায় না আসতেন।
এই মঞ্চে ফিফা প্রেসিডেন্ট এবং রণবীর ছাড়াও দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া, অনন্যা পাণ্ডে-সহ একাধিক বলি তারকারে। হার্দিকেরও একাধিক ভিডিয়ো ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। কখনও তিনি মঞ্চে নাচছেন, তো কখনও মাটিতে শুয়ে।