সেফ খেলার মানুষ তিনি নন। সিনেমার চরিত্র থেকে ফ্যশন স্টেটমেন্ট, সবেতেই পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন রনভির সিং (Ranveer Singh)। এবার ইন্টারনেটে ঝড় তুলেছে তাঁর নগ্ন ফটোশুটের (Nude Photo shoot) একগুচ্ছ ছবি।
বাধা ধরা ছকে যে তিনি ধরা দেবেনই না, তা ঠিকই করে ফেলেছেন রনভির। সম্প্রতি পেপার ম্যাগাজিনের (Paper Magazine) জন্য করা ফটোশুট আরও একবার প্রমাণ করল তা। গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছেন রনভির। সে সব ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। স্বাভাবিক ভাবেই, ন্যুড ফটোশুট নিয়ে নানা মুনির নানা মত আছেই। তবে সে সব ছবিতে রনভিরের আত্মবিশ্বাস একেবারে অটুট।
ঝড় তোলা সেই ফটোশ্যুট নিয়েও অকপট রনভির। বলেছেন, তাঁর বিন্দু মাত্র অস্বস্তি হয়নি। শুধু শারীরিক ভাবে নয়, গোটা নিজেকেই তিনি নগ্ন করে হাজার মানুষের সামনে মেলে ধরার সাহস রাখেন, জানিয়েছেন বলি তারকা।
এ ধরনের সাহসী ফটোশুটের সাক্ষী প্রায় তিন দশক আগে থেকেছে এই দেশ। মিলিন্দ সোমন-মধু সাপরের বহু চর্চিত ছবি নিয়েও বিতর্ক কম হয়নি।