ফের পর্দায় ফিরছেন ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস। নেপথ্যে নতুন হরর কমেডি ছবি ‘দেবী’। সোমবার হয়ে গেল ছবির শুভ মহরত। ভূত এবং মানুষের দারুণ সমীকরণ ফুটে উঠবে ছবিতে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণিতা এবং ছবি পরিচালনা করছেন সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty)। ‘মায়া’ চরিত্রে অভিনেত্রী অঞ্জনা বসু, সূর্যর চরিত্রে রাহুল এবং দেবীর প্রেমিকের চরিত্রে সোমরাজ মাইতি।