বাংলা ছবি নিয়ে বাঙালিদের আগ্রহ থাকবেই। রানি মুখোপাধ্যায়ও তার ব্যতিক্রম নয়। মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে বসে পরিচালক সুমন ঘোষের ছবি 'কাবুলিওয়ালা' দেখলেন রানি৷ তাঁর জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন ছবির প্রযোজকরা। কাবুলিওয়ালা রহমতের চরিত্রে মিঠুন চক্রবর্তীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন রানী এবং তাঁর মা দুজনেই।
বক্স অফিসে ভালো সাড়া জাগিয়েছে কাবুলিওয়ালা। মিঠুনের অভিনয়ের সুখ্যাতিও করছেন সকলে। সেই খবর পৌঁছে গিয়েছে মুম্বইতেও৷ রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে তৈরি ছবিটি দেখতে চান রানির মা। সেই মতো প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করে ছবিটি দেখানোর ব্যবস্থা করার অনুরোধ করেন রানি।
মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োয় ছবির প্রযোজকদের তরফে ‘কাবুলিওয়ালা’র বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় হয়। রানি ছাড়াও উপস্থিত ছিলেন মুম্বইয়ের চলচ্চিত্র জগতের বাঙালিদের মধ্যে অনেকেই। ছবি দেখে মুগ্ধ রানি পরিচালকের সঙ্গে কথা বলতে চান। কিন্তু সুমন আছেন আমেরিকায়৷ টাইম জোনের ফারাকে ফোন ধরতে পারেননি তিনি।
পরিচালক জানিয়েছেন, রানি তো বটেই, তাঁর মা-ও মুগ্ধ ছবি দেখে। বিশেষ করে মিঠুনের অভিনয় তাঁদের আপ্লুত করেছে। মহাগুরুকে এই খবর পৌঁছে দিয়েছেন পরিচালক।