দেশের স্বাধীনতা সংগ্রামী বীর দামোদর সাভারকারের বায়োপিক আসতে চলেছেন বড় পর্দায়। ছবির নাম- 'স্বতন্ত্র বীর সাভারকার'। পরিচালনা ও নাম ভূমিকায় রয়েছে বলিউড অভিনেতা রণদীপ হুডা। এই খবর আগেই ছিল। এবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন তথা সাভারকারের ১৪০-তম জন্মবার্ষিকীতে ছবিটির টিজার শেয়ার করা হল অভিনেতার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে।
এই টিজারে 'সাভারকার'-রূপী রণদীপ হুডাকে বলতে শোনা যায়- '৯০ বছর ধরে স্বাধীনতার লড়াই চলেছিল। তবে, খুব অল্প কয়েকজনই এই লড়াই করেছিলেন। বাকিদের সবারই ছিল ক্ষমতার প্রতি লোভ। গান্ধীজী খারাপ মানুষ ছিলেন না। কিন্তু, তিনি তাঁর অহিংসা নীতি নিয়ে জেদ ধরে না থাকলে আরও ৩৫ বছর আগে স্বাধীনতা পেতাম আমরা'।
আনন্দ পণ্ডিত এবং সন্দীপ সিং প্রযোজিত ও রণদীপ হুডা পরিচালিত এবং অভিনীত ছবিটিতে রয়েছেন অঙ্কিতা লোখান্ডে ও অমিত সিয়ালও। ছবির শুটিং প্রায় শেষ হয়ে এসেছে। ছবিটি ২০২৩ সালেই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।