সাভারকারের ১৪০ তম জন্মবার্ষিকীতে সামনে এসেছে 'স্বতন্ত্র বীর সাভারকার'-এর টিজার। নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। সাভারকারের চরিত্রে অভিনয় করার জন্য ২৬ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা, তা-ও মাত্র ৪ মাসে, এও সম্ভব?
বিপুল ওজন এত কম সময়ের মধ্যে ঝরাতে নিশ্চয়ই মানতে হয়েছে কঠোর ডায়েট। প্রযোজক আনন্দ পণ্ডিত জানিয়েছেন চার মাসই দিনে কেবল এক গ্লাস দুধ, একটা করে মাত্র খেজুর খেয়েছেন অভিনেতা। পুরো শুটিং চলাকালীন এইটাই ছিল অভিনেতার রোজকার ডায়েট।
খুব সম্ভবত, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে রণদীপ হুডা অভিনীত এবং পরিচালিত ছবিটি।