গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত, দেশজুড়ে জনপ্রিয়তাও তুঙ্গে, অথচ সোশ্যাল মিডিয়ায় একেবারে বেপাত্তা, কার কথা বলছি, বুঝে গেছেন নিশ্চয়ই, গত কয়েক দিন ধরে সবচেয়ে বেশি চর্চায় থাকা পাওয়ার কাপলের একজন অবশ্যই, আজকের গ্রুম টু-বি রণবীর কাপুর (Ranbir Kapoor)। শোনা যাচ্ছে, সব অপেক্ষার অবসান হতে চলেছে, আলিয়ার সঙ্গে বিয়েটা সেরেই রণবীর চলে আসছেন সোশ্যাল মিডিয়ায়। আর এর পেছনে যথেষ্ট হাত আছে রণবীরের লেডি লাভ আলিয়ার (Alia Bhatt)।
ইন্ডিয়া টুডে-র খবর, কনের মেহেন্দির দিন এই নিয়ে নাকি রীতিমতো আলোচনাও হয়েছে করণ জোহরের। বিয়ের পর তাঁর অনুরাগীদের জন্য একটি ভিডিও বার্তা আপলোড করার পরামর্শ দিয়েছেন আলিয়া। তবে নিজের নামে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও টিনসেল টাউনের কোনও গসিপ যেন মিস না হয়, সেদিকে ভালোই খেয়াল রণবীরের। সে কারণেই ছদ্ম পরিচয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্টও নাকি আছে তাঁর, চারপাশে গুজব এমনটাই।
বুধবার ছিল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ব্যান্দ্রার কৃষ্ণা রাজ বাংলো থেকে বরযাত্রীরা আর একটু পরই রওনা দেবেন পালি হিলসের 'বাস্তু'-র উদ্দেশে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এডিটরজি-র এক্সক্লুসিভ খবর, ইতিমধ্যে সিল করে ফেলা হয়েছে নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনের ক্যামেরা।
এমন কী বিয়ে সংক্রান্ত কোনও তথ্য যেন বাইরে ছড়িয়ে না পড়ে, তার জন্য রোজ আলাদা আলাদা নিরাপত্তারক্ষী দায়িত্বে থাকবেন।
গোপনীয়তাবজায় রাখতে ঘনঘন পাল্টেছে বিয়ের তারিখ, ভেন্যু। বিয়ের আমন্ত্রিতের তালিকা মাত্র ২৮ জনের। অথচ বাউন্সার (Bouncer) ভাড়া করা হয়েছে ২০০ জন।
সম্প্রতি পাওয়া খবর বলছে, মালা বদলের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শাহরুখ খান (Shahrukh Khan), আমির খান (Amir Khan), সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali), করণ জোহর (Karan Johar), অয়ন মুখার্জিরা (Ayan Mukerjee)।
তবে রণলিয়ার বিয়ের অনুষ্ঠান হাতে গোনা অতিথিদের উপস্থিতিতে হলেও খুব শিগগির হতে চলেছে গ্র্যান্ড রিসেপশন।