Ranbir Kapoor: সোনম, দীপিকা, ক্যাটরিনা...লম্বা তালিকা! আলিয়ার আগে কারা আলো করে রেখেছিলেন রণবীরের জীবন?

Updated : Apr 12, 2022 18:04
|
Editorji News Desk

দিন কয়েকের মধ্যে বলিউডের সবচেয়ে এলিজিবল ব্যাচেলরের তকমা মুছতে চলেছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) নামের পাশ থেকে। আলিয়া ভাটের সঙ্গে প্রেম জীবনের কথা বেশ কিছু বছর ধরেই চর্চায় ছিলই। এবার বিয়েটা সেরে ফেলছেন দুজনে। তবে মহিলা মহলে কিন্তু রণবীর বরাবর ভীষণ জনপ্রিয়। আলিয়া আসার আগেও যথেষ্ট ঘটনাবহুল ছিল ঋষি কাপুর, নিতু কাপুরের ছেলের জীবন। এক ঝলকে দেখে নেওয়া যাক এর আগে বলিউডের কোন তারকাদের সঙ্গে নাম জড়িয়েছে রণবীরের। 

অবন্তিকা মালিক (Avantika Malik)

নয়ের দশকের কথা। জাস্ট মহব্বতে শিশুশিল্পী হিসেবে কাজ করতেন অবন্তিকা। সেই সময়ের প্রেম। সেটে অবন্তিকার সঙ্গে রোজ দেখা করতে আসতেন রণবীর । 

সোনম কাপুর (Sonam Kapoor)

সোনম রণবীরের দুজনের প্রথম ছবিই সাওরিয়া। সেই সময়ে দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। যদিও কফি উইথ করণ এ এসে সোনম বলে দেন, তারা শুধুই বন্ধু। 

দীপিকা পাদুকোন (Deepika Padukone)

একসময়ে বলিউডের সবচেয়ে চর্চিত লাভ স্টোরি ছিল এটাই। 'বাচনা এ হাসিনো'র সেটে দুজনের মন দেওয়া নেওয়া। প্রায় ২ বছর একসঙ্গে থাকার পর ব্রেক আপ হয় তাঁদের। বলিউডে কান পাতলেই শোনা যায়, ক্যাটরিনার জন্য দীপিকার সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন রণবীর কাপুর। একসময় রণবীরের নামের আদ্যাক্ষর দিয়ে ট্যাটুও করিয়েছিলেন দীপিকা। 

আঞ্জেলা জনসন (Angela Johnson) 

কিংফিশার খ্যাত মডেল আঞ্জেলা জনসনের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর। আঞ্জেলা নিজেই সংবাদমাধ্যমের কাছে সে কথা স্বীকারও করেছেন। ২০১১য় তাঁদের সম্পর্ক শিরোনামেও আসে। 

ক্যাটরিনা কাইফ (katrina Kaif)

দীপিকা পর্বের পরই রণবীরের জীবনে আসেন ক্যাটরিনা। নিয়মিত একসঙ্গে দেখা যেত তাঁদের। 'আজব প্রেমকি গজব কাহানি' মুক্তির পর তাঁরা দুজন দুজনকে ডেট করা শুরু করেন। একসঙ্গে সমুদ্র সৈকতে তাঁদের ছবি ভাইরালও হয়। টানা ৬ বছরের সম্পর্ক ২০১৫ সালে ভেঙ্গে যায় হঠাৎই। 

নারগিস ফাকরি (Nargis Fakri)

রকস্টার সিনেমায় তাঁদের জুটির বন্ডিং ছিল দারুণ। একসময় শোনা গিয়েছিল নার্গিসের উপস্থিতিই রণবীর-ক্যাটরিনার মধ্যে দূরত্ব বাড়ায় একসময়। তবে নার্গিসের সঙ্গে খুব বেশিদূর সম্পর্ক এগোনোর আগেই সরে আসেন দুজনে। 

মাহিরা খান (Mahira Khan)

২০১৭ সালের একটি লিক হয়া ছবি থেকেই গুজব ছড়ায় মাহিরা খান এবং রণবীর কাপুর নাকি ডেট করছেন। নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। পরে যদিও সে রূপকথা খুব বেশিদূর এগোয়নি। 

 

 

 

 

 

Alia BhattRanbir KapoorKatrina KaifDeepika PadukoneSonam Kapoor

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ