গত একমাস ধরে চলছিল জল্পনা। কিন্তু ১৪ এপ্রিল সন্ধে সাড়ে ছটার কিছু পরে সেই জল্পনায় জল ঢাললেন রণবীর কাপুর (Ranbir Kapor) এবং আলিয়া ভাট (Alia Bhat)। মুম্বইয়ে তাঁদের বাড়ি বাস্তুর (Vastur) সামনে এসে দাঁড়ালেন নবদম্পত্তি। এখন থেকে তাঁরা মিস্টার অ্যান্ড মিসেস কাপুর (Mr & Mrs Kapor)। তাঁদের বিয়েতেই নতুন প্রথা তৈরি হল কাপুর বাড়িতে। এই প্রথম বিয়েতে লালের কোনও অস্তিত্ব নেই। আছে সাদার উপর বিভিন্ন কাজ। তা কনের সাজেই হোক বা বরের পোশাকে।
দুপুর-দুপুর শেষ হয় রণবীর-আলিয়ার (Ranlia) বিয়ে। তার আগেই বাস্তুতে হাজির দুই পরিবারের সদস্যরা। এরপর বিকেলের দিকে প্রথম তাঁদের ছবি প্রকাশ্য়ে আসে। দেখা যায়, ছাদের কোণে দাঁড়িয়ে আছেন নবদম্পত্তি। তারপর সন্ধ্যা নামতে খুলল বাস্তুর দরজা। বিয়ের সাজে তখন রণবীর-আলিয়া। পাঁচ বছরের প্রেমের বৃত্ত সম্পন্ন। সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে তাঁদের নতুন ছবি ব্রহ্মাস্ত্র। তারআগে, প্রায় গোটাদিন ভারতীয় সংবাদমাধ্য়মকে কার্যত ধোঁয়াশার মধ্যে রেখে চৈত্র মাসের শেষ সন্ধ্য়ায় হাজির হলেন তাঁরা।
গত কয়েকদিন ধরেই রণলিয়ার বিয়ে নিয়ে চলছিল তুমুল জল্পনা। বিশেষ করে বিয়ের তারিখ নিয়ে বাড়ছিল জল্পনা। এই বিষয়ে মুখে কুলুপ আঁটে কাপুর পরিবার। বিয়ের তারিখ অবশেষে প্রকাশ করে আলিয়ার পরিবার। অভিনেত্রীর কাকা রবিন ভাট প্রথমে জানান, রণবীর-আলিয়ার বিয়ে হবে ১৪ এপ্রিল। তারপরেও চলে নানা গুঞ্জন। সেই গুঞ্জনে জল ঢেলেই শুরু নতুন সংসার। চৈত্রের শেষ সন্ধ্যায় দেখা গেল মিস্টার অ্য়ান্ড মিসেস কাপুরকে। সংবাদমাধ্যমের সামনে এসে দাঁড়ালেন রণবীর-আলিয়া। পর্দায় নয়, একেবারের বাস্তবে।