বিনোদিনী দাসী রূপে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) লুক প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছে । এবার টলিউডের আরেক অভিনেত্রী 'বিনোদিনী দাসী' (Binodini Dasi) রূপে সামনে এলেন । রুক্মিণীর পর প্রিয়াঙ্কাকে (Priyanka Sarkar) এবার বিনোদিনীর (Priyanka Sarkar as Binodini ) ভূমিকায় দেখা যাবে । রানা সরকার প্রযোজিত 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমায় একটি অংশে থাকছে বিনোদিনী দাসীর কথা । এদিন, সিনেমায় প্রিয়াঙ্কার লুক প্রকাশ্যে আনলেন প্রযোজক ।
মাথা ন্যাড়া, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় তুলসীর মালা, কপালে চন্দন আঁকা, পরনে গেরুয়া বস্ত্র। ঠিক এইভাবেই দেখা গেল রানার বিনোদিনীকে । প্রিয়ঙ্কার এই লুকের নেপথ্যেও রয়েছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন সাবর্ণী দাস। রানা সরকার জানিয়েছেন, নানা কারণে ছবির শুটিং এখনও শুরু করা যায়নি । তাঁর কথায়, আপাতত প্রিয়াঙ্কার লুক প্রকাশ করা হল, যাতে অনেক নটি বিনোদিনীর মধ্যে তাঁদের কাস্টিং হারিয়ে না যায় । তিনি জানিয়েছে, সৃজিৎ মুখোপাধ্যায় সময়ের অভাবে পরিচালনা করছেন না । এখন পরিচালকের খোঁজ চলছে । সব ঠিক থাকলে জুন মাসে পুরীর রথযাত্রা দিয়ে শুরু হবে শুটিং । এদিকে, আরেক বিনোদিনীর লুক প্রকাশ্যে আসতে কি প্রতিযোগিতা বেড়ে গেল ? প্রযোজক রানা সরকার আনন্দবাজারকে জানিয়েছেন, কোনও প্রতিযোগিতা নেই । দুটো আলাদা সিনেমা । দুটো ছবিই মানুষ দেখুক এটাই চান তিনি ।
প্রযোজক জানিয়েছেন, 'লহ গৌরাঙ্গের নাম রে'সিনেমার একটি গুরুত্বপূর্ন অংশ গিরিশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প । দু'জনকে শ্রীচৈতন্য কীভাবে প্রভাবিত করেছিল, সেই গল্প বলা হবে । জানা গিয়েছে, শ্রীচৈতন্যের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে । অভিনয় করার কথা পাওলি দাম, ব্রাত্য বসু, তৃণা সাহা-সহ একঝাঁক তারকার ।