ভূস্বর্গে চলছে জি ২০ সামিট। তারই এক বিশেষ অনুষ্ঠানে 'নাটু নাটু'র তালে নাচলেন আরআরআর তারকা রাম চরণ। ভারতের প্রথম অস্কারজয়ী গানের তালে পা মেলালেন বিদেশি অতিথিরাও।
জি ২০- সম্মেলনে আর্থিক বৃদ্ধি এবং সংস্কৃতি রক্ষায় চলচ্চিত্র পর্যটনের ভূমিকা সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতেই বাজল 'নাটু নাটু'। বক্তব্য রাখলেন দক্ষিণী তারকা রাম চরণ, কাশ্মীর নিয়ে নিজের স্মৃতি রোমন্থন করলেন তারকা। সম্প্রতি জাপানের প্রতি তারকার যে আগ্রহ তৈরি হয়েছে, তাও জানাতে ভুললেন না আরআরআর তারকা।
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির সঙ্গে জুটি বাঁধছেন রাম চরণ। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে এস শঙ্করের ছবি 'গেম চেঞ্জার'।