২০ মে পঞ্চম দফায় দেশের গ্ল্যামার রাজধানী মুম্বইতে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই নানা বুথে তারাদের লম্বা লাইন।
সকাল সকাল মুম্বইয়ের বুথে ভোট দিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। রাজকুমার নিজে নির্বাচন কমিশনের অন্যতম তারকা মুখ। ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন, তার মাঝেই আগের রাতে উড়ে এসেছেন টিনসেল টাউনে, শুধু ভোট দেবেন বলে। ভোট দান সেরেই আবার বারাণসী ছুটলেন মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রচারে। রাজকুমারের সহনায়িকা জাহ্নবী কাপুরও ভোট দিলেন সকাল সকালই। জাহ্নবী ভোট দিতে এসেছিলেন গাঢ় গোলাপি সালোয়ার স্যুটে।
বুথের বাইরে সেখা গেল সানিয়া মালোহোত্রা, ফারহান আখতার, জোয়া আখতাররা। সকাল সকাল ভোট দিয়েছেন শিল্পপতি অনীল আম্বানি।
সোমবার সকালে ভোট দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালও।