সুপারস্টার রজনীকান্ত-এর সুযোগ্য মেয়ে ঐশ্বর্য-এর পরিচালনায় ‘লাল সালাম ’ রুপোলি পর্দায় আসছে ২৪ সালের পোঙ্গল উপলক্ষ্যে। ছবিতে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব এবং সুপারস্টার রজনীকান্ত।
Raghav-Parineeti: মিউজিক্যাল চেয়ার থেকে ক্রিকেট, পরিণীতি রাঘবের বিয়ের আগে 'প্রথাভাঙা' খেলা
বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত অভিনীত এই স্পোর্টস ড্রামা লাইকা প্রোডাকশনের। ছবির , ক্রিকেট মাঠের কাছে একটি পুরনো গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন রজনীকান্ত। লাল সালাম তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। বন্ধুত্ব ও ক্রিকেটকে ঘিরে আবর্তিত এই ছবিতে মঈদিন ভাইয়ের ভূমিকায় দেখা যাবে রজনীকান্তকে।