আধো আধো মুখে মন্ত্র উচ্চারণ ইউভানের। রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) সরস্বতী পুজোয় জুনিয়র রাজ চক্রবর্তীই আকর্ষণের কেন্দ্রবিন্দু। গত সরস্বতী পুজোয় হাতে খড়ি হয়েছিল, এর মধ্যেই বেশ দস্যি হয়ে উঠেছে বছর আড়াইয়ের ইউভান (Yuvaan)।
প্রতি বছরের মতোই এ বছরেও ঘটা করে বাগদেবীর আরাধনা হল রাজ-শভশ্রীর অফিসে। তারকা পরিবারের সবাইকেই দেখা গেল সেজে গুজে। জমিয়ে হল ভোগ খাওয়াও। টেলিপাড়ার অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। জমাটি আড্ডা, পুজোর কিছু মুহূর্ত রাজ নিজেই শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।
Axar Patel Wedding: ঠিক যেন সফেদ রূপকথা! চুপিসারে বিয়ে করলেন অক্ষর প্যাটেল
কয়েকদিনের মধ্যেই রাজের পরিচালনায় জি ফাইভে আসছে 'আবার প্রলয়'। সিরিজটির প্রযোজক শুভশ্রী।