রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে রাজকন্যা। জুনিয়র শুভশ্রীর নামও রাখা হয়ে গিয়েছে ইতিমধ্যে। ইউভানের ছোট্ট বোনের নাম ইয়ালিনি।
শুভশ্রী নিজেই ইন্সটাগ্রামে মেয়ের নাম জানিয়েছেন। বৃহস্পতিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী, সঙ্গে ছিলেন রাজ। বিকেলেই ঘরে লক্ষ্মী আসার খবর টুইট করেছেন বাবা রাজ। এরইমধ্যে মেয়ের নামও রাখা হয়ে গিয়েছে। ইয়ালিনি। গালভরা নামের মানে কী? গুগল বলছে দেবী সরস্বতী-র সঙ্গে জুড়ে রয়েছে এই নাম।
চলতি বছরের মাঝামাঝি দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছিলেন শুভশ্রী। তার পরের সময়টা কেটেছে স্বপ্নের মতো। কাজ, শরীরচর্চা, শুট সবের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন হবু মা।