টলিউডের সবচেয়ে চর্চিত কাপল তাঁরা। ঘনঘন নিজেদের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, অথচ বিবাহবার্ষিকীতে একটাও ছবি পোস্ট করলেন না মিয়াঁ বিবি। হল টা কী? নিজেদের মধ্যে মনোমালিন্য হলো রাজ-শুভশ্রীর? জল্পনা বাড়ছে টলিপাড়ায়।
২০১৮ সালের ১১ মে ধূমধাম করে বিয়ে করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ২০২০ সালে ওদের কোল আলো করে এসেছে ফুটফুটে সন্তান ইউভান। রাজ-শুভশ্রীর ৫ বছরের দাম্পত্য বড়ই মসৃণ, রূপকথার মতো। কিন্তু পঞ্চম বিবাহবার্ষিকীতে ওদের ভক্তরা সকাল থেকেই একটা মাখো মাখো পোস্টের আশায়। বিকেল গড়াল, এখনও দুজনের সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট নেই।
তাহলেকি রূপকথায় চিড়, নাকি নতুন কোনও চমক?