বান্ধবীর জন্মদিন, একই দিনে প্রাক্তন প্রেমিকা প্রকাশ্যে আনলেন দ্বিতীয় বার মা হতে চলার খবর। নিছকই কাকতালীয়, নাকি পরিকল্পিত ভাবেই দিন সুখবর দেওয়ার জন্য এই দিনটাই বেছে নিলেন রাজ-শুভশ্রী?
মঙ্গলবার ছিল রুক্মিণী মৈত্রর জন্মদিন, সেই দিনেই সামনে এসেছে 'দুর্গ রহস্য'র সত্যবতীর ফার্স্ট লুক, ছবিতে রুক্মিণীকে দেখেই বোঝা যায় সেখানে সত্যবতী সন্তানসম্ভবা। কয়েক ঘণ্টার মধ্যেই দেবের প্রাক্তন শুভশ্রী জানালেন প্রথম সন্তান ইউভান খুব শিগগির দাদা হচ্ছে।
এক সময় দীর্ঘ দিন দেব-শুভশ্রীর অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন ছিল টলিপাড়ার অন্যতম চর্চার বিষয়। কোনও অজানা কারণেই সম্পর্কে তিক্ততা আছে, তারপর বিচ্ছেদ। বিচ্ছেদের পর একসঙ্গে জুটিও বাঁধেননি দু'জন। অন্যদিকে রুক্মিণী মৈত্রর সঙ্গে দেবের সম্পর্ক বেশ মসৃণ। জন্মদিনে প্রেমিকার প্রতি ভালবাসা উজার করে দিয়েছেন দেব।