দেশজুড়ে চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। সে উৎসবের প্রায় শেষ লগ্নে সপ্তম দফায় কলকাতা সহ রাজ্যের মোট ৯ টি লোকসভায় চলছে ভোট। শনিবার সকাল সকাল ভোট দিলেন টলিউডের ফার্স্ট কাপল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি।
ব্যারাকপুরের সাংসদ রাজ চক্রবর্তীর মাও এসেছিলেন বুথে। হুইল চেয়ারে নিয়ে আসা হয় সাংসদের মাকে।
এই লোকসভায় প্রার্থী না হলেও বিগত এক-দেড় মাস তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে ব্যস্ত ছিলেন রাজ। তবে ভোটের দিন তাঁর 'ফ্যামিলি ম্যান' ইমেজই সামনে এল। রাজ-শুভশ্রীর সঙ্গে ছিল রাজের ভাগ্নি সৃষ্টিও। রাজের গোটা পরিবারের ভোট-পোশাক ছিল সামার কুল। শুভশ্রীর পরনে সাদা কুর্তি-সালওয়ার। রাজ ভোট দিলেন সাদা টি শার্ট- আর কালো প্যান্টে।