টলিপাড়ার স্টারকিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউভান, তা কি আর বলার অপেক্ষা রাখে? সেই ইউভানও এখন দাদা। রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনিকে দেখার দীর্ঘ অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। কিন্তু সেই অপেক্ষা ফুরোয় আর না। দিন কয়েক আগেও মেয়েকে নিয়ে ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কিন্তু সেখানেও পিছনেই ঘুরে ছিলেন ইয়ালিনি।
অবশেষে ইউভানের জন্মদিনে উঠল পর্দা। অপেক্ষার অবসান হল, রাজকন্যের ফুটফুটে মুখখানি দেখার সুযোগ হল দর্শকদের। দাদার সঙ্গেই ফুরফুরে মেজাজে বসে ক্যামেরায় পোজ দিলেন খুদে। ১২ সেপ্টেম্বর, ইউভানের জন্মদিন। এমন দিনেই দাদা বোন একসঙ্গে হলেন ফ্রেমবন্দি।
এর আগে শুভশ্রী ফটোশ্যুট করেছিলেন। ইয়ালিনি মুখ ফিরিয়ে মায়ের দিকে, আর শুভশ্রী খুদেকে কোলে নিয়ে তাকিয়ে ক্যামেরায়। দুজনের পরনেই কালো পোশাক। ঢেউ খেলানো এক মাথা চুল ‘রাজকন্যে’র, কিন্তু মুখ খানা তখনও দেখাননি তিনি।
মেয়ে হওয়ার পরে, অল্প দিনের বিরতি নিয়েই কাজে ফেরেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঘর এবং কাজ শক্ত হাতে সামলিয়ে নিজেকে একের পর এক নতুন চরিত্রে সাজিয়ে তুলছেন শুভশ্রী। বুদ্ধদেব বসুর উপন্যাস অবলম্বনে, রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বাবলি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে বেজায়।