টলিউডের ‘ইন্দুবালা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পর্দায় তাঁর অভিনয়ের দক্ষতা তিনি বারংবার প্রমাণ করেছেন। কিন্তু কাজের বাইরে একজন আদ্যপান্ত ঘরোয়া মানুষ অভিনেত্রী। পরিবারের সঙ্গে হইহই করে সময় কাটানো তাঁর বরাবরের প্রিয়। এবার এমনই এক ভিডিয়ো পোস্ট করে সুসময়ের স্মৃতি উসকে দিয়েছেন বিধায়ক, পরিচালক, প্রজোযক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ।
Sudipta Banerjee marriage: সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়ে গেল ধূমধাম করে, উপস্থিত ছিলেন তারকারা
সোনালি জরির কাজ করা একটি লাল শাড়িতে গাড়ির চালকের আসনে শুভশ্রী। পাশে তাঁর শাশুড়ি, পিছনের আসনে রাজ এবং রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। বোঝাই যাচ্ছে , বাবা বেঁচে থাকার সময়কার এই পারিবারিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন রাজ চক্রবর্তী। স্ত্রীকে ভালবাসা উজাড় করে দিয়ে, পিছনে জুড়েছেন পরিণীতা ছবির ‘প্রাণ দিতে চাই গান ‘ । ভিডিয়ো দেখে চোখ জুড়িয়েছে নেটিজেনদের।