দীর্ঘ ১০ বছর পর 'সে ফিরছে' । জি ফাইভের পর্দায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'আবার প্রলয়' । রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। শুক্রবার সামনে এল সিরিজের ধামাকাদার ট্রেলার ।
সুন্দরবনে নাবালিকাদের প্রেমের টোপ দিয়ে পাচার করার ঘটনার উপর ভিত্তি করে এগোবে সিরিজের গল্প। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অফিসার অনিমেষ দত্ত হিসেবে এবারেও দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও প্রলয়ে, স্টার কাস্টদের ছড়াছড়ি। ঋত্বিক চক্রবর্তী অভিনয় করছেন ভিলেন বাবাজীর ভূমিকায় । তাঁর সাজের সঙ্গে নেটিজেনরা মিল খুঁজে পাচ্ছেন 'স্যাক্রেড গেমস'এর পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সরকার, জুন মালিয়াদের মতো তারকাদের ৷
১০ বছর আগে প্রলয় তৈরি হয়েছিল মিত্র ইন্সটিউটের শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের তদন্ত নিয়ে ৷ ছবিতে বরুণ বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই ছবি আজও মনে গেঁথে রয়েছে দর্শকদের । স্বভাবতই এই সিরিজ নিয়েও তাই দর্শকদের কৌতূহলের শেষ নেই।