বিরোধী ঐক্য জোরদার করাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, 'জোট ভাঙবেন না', তৃণমূল-সহ ১৭টি বিরোধী দলের কাছে রাহুল গান্ধীর আর্জি। ২০২৪-এর লোকসভায় বিজেপিকে হারানোর যে সুযোগ পাওয়া গিয়েছে, তাকে কোনও ভাবেই হাতছাড়া করা চলবে না। দরকার হলে তিনি সরে যাবেন, সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে বিরোধী দলের বৈঠকে রাহুল এমনটাই বলেছেন।
রাহুল বলেন, “গণতন্ত্র বাঁচলে ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের মূল ভাবনাটিকে বাঁচানো সম্ভব হবে। এটাই সময়ের লড়াই।” উল্লেখযোগ্য তৃণমূলের প্রতিনিধি হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ, জহর সরকার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়
Tiljala Child Murder Update: তিলজলা-কাণ্ডে রাজ্যকে নোটিস পাঠাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন
বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধীও। এনসিপি-র শরদ পওয়ারও সমস্ত বিরোধী দলকে এক ছাতার তলায় থেকে বিজেপি-বিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ার বার্তা দিয়েছেন। শীঘ্রই এই দলগুলির প্রতিনিধিরা বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি স্থির করবেন বলে ঠিক করা হয়েছে।