এই মুহুর্তে টলিউডের অন্যতম প্রতিভাবান একজন অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় (Rahul Banerjee)। রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিনি তুমি যে আমার' ছবি দিয়েই টলিউডে অভিষেক রাহুলের। ১৪ বছর আগের সেই ছবি আজও চোখে লেগে রয়েছে বাঙালার সিনেমাপ্রেমীদের। তখন রাহুলের বয়স মাত্র ২৪ এবং তার সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের বয়স ১৭, তাদের অনবদ্য কেমিস্ট্রি ধরা পড়েছিল 'চিরদিনি তুমি যে আমার' ছবিতে।
সেই ছবির পর রাহুল প্রিয়াঙ্কা জুটি বাস্তব জীবনেও বেঁধেছিলেন গাঁটছড়া। আর তারপর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাই বলাই বাহুল্য, এই ছবি রাহুল প্রিয়াঙ্কা দুজনের জীবনেই দারুণ স্পেশাল। দর্শকরাও এই জুটিকে মনে রেখেছে কৃষ্ণ পল্লবী হিসেবেই।
ছবির জনপ্রিয় গান 'ভালোবাসা কেন এত অসহায়', এবার গাইলেন রাহুল। নিজের কণ্ঠে গাওয়া সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে পড়েছে। তার গান শুনে নস্টালজিক হয়ে পড়েছেন শ্রোতারাও।