বিগত এক সপ্তাহে পেজ থ্রির শিরোনামে দুটোই নাম, পরিণীতি চোপড়া, রাঘব চড্ডা। এখন তাঁরা অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস। মহাআড়ম্বরে উদয়পুরের প্রাসাদে চারহাত এক হয়েছে রাঘব-পরিণীতির। বিয়ের নানা মুহূর্তের ছবির পর প্রকাশ্যে এসেছে সেই বিশেষ মুহূর্তের ভিডিয়োও।
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে কনের বেশে পরিণীতি স্লোমোশনে এগিয়ে যাচ্ছেন ছাদনাতলায়। মাথায় রাঘবের নাম বোনা সেই ওড়না। অন্য একটা ভিডিয়োয় দেখা গিয়েছে সদ্য বিবাহিত দম্পতি এক ছাতার তলায় নাচছেন, ব্যাকগ্রাউন্ডে বাজছে 'কায়ে পো চে' ছবির শুভারম্ভ গানটি।
Raghav-Parineeti Wedding : রাঘবের হাত ধরে শ্বশুরবাড়িতে পরিণীতি, ঢোল-নাগাড়ায় স্বাগত নববধূকে
রাজকীয় বিয়ের নানা ঝলক, ছবি বলেই দেয়, রূপকথার গল্পের মতোই শুরু হয়েছে রাঘব-পরিণীতির একসঙ্গে হাতে হাত রেখে পথচলার শুরুটা।