তখন প্রায় মাঝরাত। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল বিয়ের পর পরিণীতি রাঘবের (Parineeti Chopra-Raghav Chadha Wedding) প্রথম ছবি। পরিণীতির পরনে গোলাপি এম্ব্রয়ডারির কাজ করা শাড়ি, সঙ্গে ডিপ কাট ব্লাউজ, গোলাপি চুড়া। সিঁথিতে রাঙা সিঁদুর। গলায় ভারী নেকলেস। রাঘব পরেছিলেন সাদা কালো স্যুট। গোধুলিবেলায় এক হল তাঁদের চারহাত। উদয়পুরে, রাজার শহরে একেবারে রাজকীয়ভাবেই হয়েছিল বিয়ের সব আয়োজন।
ডি ডেতে পরিণীতি সেজেছিলেন মণিশ মালোহোত্রার নক্সা করা শাড়িতে। মিস্টার এন্ড মিসেসের আপাতত একটাই ছবি সামনে এসেছে।
রবিবার বিকেলে তাজ লেক প্যালেস থেকে রাঘব এলেন নৌকো করে লীলা প্যালেসে, পরিণীতির পাণিপ্রার্থী হয়ে। তারপর চারহাত এক হল।
Parineeti-Raghav Marriage: পরিণীতি-রাঘবের বিয়ে সারা! রূপকথার নতুন অধ্যায় শুরু
চলতি বছরের ১৩ মে বাগদানের হয়েছিল রাঘব-পরিণীতির। সাড়ে চার মাসের মাথায় সে সম্পর্ক পেল মধুর পরিণতি। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাকি জীবনটা একসঙ্গে পথ চলার শপথ নিলেন তাঁরা।