লাঞ্চ ডেট-ডিনার ডেটের পর দিল্লি বিমান বন্দর, আবার একসঙ্গে দেখা গেল অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চড্ডাকে। পাপারাৎজিদের এড়িয়ে গেলেন হবু বর কনে। বিমান বন্দর থেকে বেরিয়েই গাড়িতে উঠলেন পরিনীতি, সঙ্গ দিলেন রাঘব।
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মণীশ মালোহোত্রার বাড়িতে দেখা গিয়েছে পরিনীতিকে। তাতেই দুইয়ে দুইয়ে চার করেছেন ভক্তরা। সম্প্রতি একটি ইভেন্টে পরিনীতিকে জিজ্ঞেস করা হয়েছিল, উড়ো খবর কি সত্যি? মুখে কিছু না বলে অভিনেত্রী লাজুক হেসেছেন। তাতেই বিয়ের খবরে সিলমোহর পড়েছে প্রায়।