বিগত কয়েক দিন গোটা দেশের নজর ছিল রাঘব-পরিণীতির হাইভোল্টেজ বিয়ের দিকে। নানা প্রান্ত থেকে অসংখ্য শুভেচ্ছাবার্তা এসেছে নব বিবাহিত দম্পতির জন্য। উপচে পড়েছে অভিনন্দন। শুভাকাঙ্ক্ষীদের মন থেকে ধন্যাবাদ জানালেন রাগনীতি।
রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন, একসঙ্গে দুজনের পথচলার শুরুতে এত মানুষের শুভেচ্ছা তাঁদের কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে। মানুষের ভালবাসা, উষ্ণ অভনন্দন তাঁদের কাছে কতোটা গুরুত্বপূর্ণ, তাও ব্যক্ত করেছেন দুজন।
Parineeti-Raghav Wedding: বলিউডের গানের তালে নাচ! ফিল্মি বিয়ে রাঘব-পরিণীতির
উদয়পুরে একেবারে রাজকীয় আড়ম্বরেই বিয়ে হয়েছে রাঘব-পরিণীতির। বিয়ের নানা মুহূর্তের ছবি-ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রূপকথার বিয়ের রেশ যেন কাটছেই না ভক্তদের।