ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী, তবে এপারে বড় পর্দায় খুব গুরুত্বপূর্ণ চরিত্রে এখনও দেখা যায়নি তাকে, বলছি রফিয়াত রশিদ মিথিলার কথা। এবার টলিপাড়ার ছবিতে একেবারে কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে তাঁকে।
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'অভাগীর স্বর্গ' অবলম্বনে ছবি বানাচ্ছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, তাতেই নাকি অভিনয় করবেন মিথিলা।
তবে ছবির প্রয়োজনে গল্পে কিছু বদল আনছেন পরিচালক, সাত-আটের দশকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবি। ছবির নামও অভাগীর স্বর্গ নয়, শুধু 'অভাগী'