কেউ কেউ বলছেন দেশের সবচেয়ে বড় বিয়ে বাড়ি| অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে আম্বানি পরিবারে সাজো সাজো রব | বিয়ের আগে, কোকিলাবেন আম্বানি তার নাতি অনন্ত এবং রাধিকার বিয়ে উপলক্ষে গত রাতে মুম্বাইতে একটি গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন |
সমস্ত প্রাক বিবাহ অনুষ্ঠানেই নজর কাড়ছে হবু কনে রাধিকার সাজ| ডান্ডিয়া ইভেন্টের জন্য একটি রাজকীয় মব্রয়ডারি করা বেগুনি লেহেঙ্গায় সেজেছিলেন তিনি | ভারী চোকার এবং কানের দুল পেয়ার করেছিলেন লেহেঙ্গার সঙ্গে| উজ্জ্বল সেই লেহেঙ্গায় ঠাসা কাজ জরি আর পুঁথির|
Shah Rukh Khan : মায়ানগরীর জনজোয়ার, 'বয়েজ ইন ব্লু'-এর সাফল্যে BCCI,জয় শাহ-এর প্রশংসায় শাহরুখ
এছাড়াও আলোচনায় রয়েছে রাধিকার মামেরু অনুষ্ঠানের সাজ | মামেরু অনুষ্ঠান হল গুজরাটি সংস্কৃতির একটি অংশ যেখানে কনের মামা তাকে বিয়ের উপহার দেন। মামেরু গুজরাটি ভাষায় মামাকে বোঝায়। নববধূ রাধিকা মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি জমকালো বাঁধনি লেহেঙ্গা বেছে নিয়েছিলেন| লেহেঙ্গাটির বিশেষত্ব , লেহেঙ্গা জুড়ে দুর্গা শ্লোক এমব্রয়ডারি করা ছিল |