তেলেঙ্গানায় দুর্ঘটনার কবলে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির টিম বাস। একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাস দুর্ঘটনায় গুরুতর আহত ছবির একাধিক কলাকুশলীরা। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় একটি স্থানীয় হাসপাতালে। সেখানেই চলছে তাঁদের প্রাথমিক চিকিৎসা। তবে স্বস্তি এই, ‘পুষ্পা’ ওরফে আল্লু নাকি সুস্থই রয়েছেন। তবে ছবির নির্মাতাদের তরফে দুর্ঘটনা সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
Mithai Last Shooting: 'মনোহরা' করবে খাঁ খাঁ, মঙ্গলবারই শেষবার মিঠাই সাজলেন সৌমিতৃষা
পুষ্পার সাফল্যের পর অনেকেই পরের পর্বের জন্য অপেক্ষায় ছিলেন। বিশেষ করে দক্ষিণের সিনেমা মহলে এই ছবির দ্বিতীয় পর্বকে ঘিরে উৎসাহ বাড়ছিল। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।