অনেকে বলেন একেবারে বাবার মুখ বসানো। কথা হচ্ছে টলিউড ইন্ডাট্রির ছেলে মিশুক চট্টোপাধ্যায়কে নিয়ে। ছেলের জন্মদিন বলে কথা। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে, মিশুককে মানুষের মতো মানুষ হওয়ার বার্তা দিলেন প্রসেনজিৎ।
ছেলের জন্য বাবা লিখলেন , ‘শুভ জন্মদিন মিশুক, তুমি সমস্ত কিছুতে সফল হও. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ভাল মানুষ হয়ে ওঠো। আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় রয়েছে সঙ্গে।’
Sweta-Rubel: জানুয়ারিতেই বিয়ে করছেন রুবেল-শ্বেতা! দিনক্ষণ জানিয়ে দিলেন অভিনেতা
কোনও ছবিতে ছেলের পিঠে পিঠ রেখে, কোনোটায় বা কাঁধে হাত রেখে দাঁড়িয়ে বুম্বা দা। ছেলে বাবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট তা বোঝাই যায় ছবি দেখলেই।