গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI 2022) বিশেষ সম্মান দেওয়া হল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) । ইফির (IFFI) মঞ্চে তাঁকে উত্তরীয় পরিয়ে দেন বিশিষ্টজনেরা । হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মান । সেই বিশেষ মুহূর্তে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বুম্বা দা । একইসঙ্গে ইফি-কে ধন্যবাদ জানালেন তিনি (Prosenjit Chatterjee honored in IFFI 2022) ।
এদিন, ইফি-র মঞ্চে দাঁড়িয়ে আশা পরেখের জন্য গানও গাইলেন অভিনেতা । প্রসেনজিৎ বলেন, এই নিয়ে গোয়া চলচ্চিত্র উৎসবে তিনি ৮-৯ বার আসছেন । এবারও উপস্থিত থাকতে পেরে ভাল লাগছে তাঁর । বিশেষ করে আশা পরেখের মতো ব্যক্তিত্বের সামনে সম্মানিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন । তাঁর কথায়, আশা পরেখজিকে দেখলেই তাঁর 'পুকরতা চালা' গানের কথা মনে পড়ে যায় । এরপরই শো-এর সঞ্চালক তাঁকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন । তখনই বুম্বা দা-র গলায় শোনা গেল বিখ্যাত সেই গান "পুকরতা চলা হু ম্যাঁয়" ।
আরও পড়ুন, Pankaj Tripathi: বাঙালি পরিচালকের ছবিতে একসঙ্গে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহসানকে
কিছুদিন আগেই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল দেবকে । শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও সেখানে উপস্থিত ছিলেন তিনি । আসলে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বাংলা ছবি ‘টনিক’। তাই প্রযোজক-অভিনেতা হিসেবে ইফি-তে হাজির ছিলেন দেব। সঙ্গে ছিলেন ছবির পরিচালক অভিজিৎ সেনও ছিলেন । উল্লেখ্য, এবছর গোয়া চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে বাংলা ছবির বিভাগে জায়গা করেছে মাত্র দুটি ছবি। অরিন্দম শীলের 'মহানন্দা' ঠাঁই পেয়েছে ফিচার ফিল্মের তালিকায়। অন্যদিকে ‘মেইন স্ট্রিম’ বিভাগে জায়গা করে নিয়েছে অভিজিৎ সেনের ‘টনিক’।