ঐতিহাসিক ছবিতে বুম্বাদা। ইতিহাস-উপন্যাস যেখানে হাত ধরাধরি করে আছে, তেমন এক ছবি হচ্ছে বাংলায়। দেবী চৌধুরানী। সেখানে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে বুম্বা দাকে। একই সঙ্গে সাতটি ভাষায় মুক্তি পাবে দেবী চৌধুরানী।
চমকের শেষ নয়, ছবিতে নাম ভূমিকায় মানে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। ছবির পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র। এছাড়া এই প্রথম একসঙ্গে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী-সব্যসাচী চক্রবর্তী।
২০২৪-এ মুক্তি পাবে ছবিটি।