এই প্রথম লার্জার দ্যান লাইফ চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 'দেবী চৌধুরাণী' ছবিতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল আগেই।এবার বাকি চরিত্রদের ফার্স্টলুক সামনে এল। ভবানী পাঠকের বেশে টলিপাড়ার বুম্বাদাকে দারুণ লাগছে।
জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবির শুটিং প্রায় শেষ। বঙ্কিম চন্দ্রের জনপ্রিয় উপন্যাস আশ্রিত ছবিতে ভবানী পাঠকের চরিত্রে বাংলা ছবির ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে শুধু, বঙ্কিমের উপন্যাস অবলম্বন করেই ছবির গল্প নয়, বেশ খানিকটা ইতিহাসমিশ্রিত ছবি
অন্যান্য চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তীদের ফার্স্টলুকও সামনে এসেছে। ছবিতে আছেন সবস্যাচী চক্রবর্তীও।
তবে শুধু, বঙ্কিমের উপন্যাস অবলম্বন করেই ছবির গল্প নয়, বেশ খানিকটা ইতিহাসমিশ্রিত ছবি